বাংলা ভাষার বিশিষ্ট লেখকদের লেখা গল্পের পাঠ থাকবে এখানে। পাঠ করবেন প্রখ্যাত অভিনেতা ও বাচিক শিল্পীরা। তাঁদের মুখোমুখি বসে দেখুন ও শুনুন। এই সপ্তাহে অনিতা অগ্নিহোত্রীর গল্প “জলসত্র”। পাঠ করেছেন অঙ্গনা বসু।

Recover your password.
A password will be e-mailed to you.
বাংলা ভাষার বিশিষ্ট লেখকদের লেখা গল্পের পাঠ থাকবে এখানে। পাঠ করবেন প্রখ্যাত অভিনেতা ও বাচিক শিল্পীরা। তাঁদের মুখোমুখি বসে দেখুন ও শুনুন। এই সপ্তাহে অনিতা অগ্নিহোত্রীর গল্প “জলসত্র”। পাঠ করেছেন অঙ্গনা বসু।
অনিতা অগ্নিহোত্রীর জন্ম কলকাতায়। প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি পড়েছেন। সাহিত্যের সব ধারাতেই আনাগোনা। গল্প, উপন্যাস, কবিতা লিখেছেন। পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে প্রবন্ধও লিখেছেন। ‘অতল স্পর্শ’, ‘মহুলডিহার দিন’, ‘আয়নায় মানুষ নাই’, ‘কবিতা সমগ্র’, ‘মহানদী’ ইত্যাদি চল্লিশটিরও বেশি বইয়ের লেখক। কর্মসূত্রে ছিলেন ভারতীয় প্রশাসনিক সেবা বা ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসে। কাজের সূত্রে ও দেখার জন্য ঘুরেছেন পূর্ব ও মধ্য ভারতের বিভিন্ন জায়গায়।
আগের লেখা
পরের লেখা
Recover your password.
A password will be e-mailed to you.
শেষ দুটি শব্দে আমূল বিদ্ধ ও রক্তাক্ত হলাম । ওই শব্দ দুটিতে পৌঁছনোর পথে অজস্র ভালোলাগা । লেখিকা ও পাঠিকাকে অনেক ধন্যবাদ । আরো লিখুন আর আরো পড়ুন আপনারা ।