বাংলা ভাষার বিশিষ্ট লেখকদের লেখা গল্পের পাঠ থাকছে এখানে। পাঠ করছেন প্রখ্যাত অভিনেতা ও বাচিক শিল্পীরা। তাঁদের মুখোমুখি বসে দেখুন ও শুনুন। এই সপ্তাহে প্রচেত গুপ্তর গল্প “চশমা”। পাঠ করেছেন অঙ্গনা বসু।

Recover your password.
A password will be e-mailed to you.
বাংলা ভাষার বিশিষ্ট লেখকদের লেখা গল্পের পাঠ থাকছে এখানে। পাঠ করছেন প্রখ্যাত অভিনেতা ও বাচিক শিল্পীরা। তাঁদের মুখোমুখি বসে দেখুন ও শুনুন। এই সপ্তাহে প্রচেত গুপ্তর গল্প “চশমা”। পাঠ করেছেন অঙ্গনা বসু।
প্রচেত গুপ্ত সমকালীন বাংলা সাহিত্যে একটি পরিচিত নাম। জন্ম কলকাতায়। পড়াশোনা অর্থনীতিতে। পেশায় সাংবাদিক। ‘নীল আলোর ফুল’ নামক গল্পগ্রন্থ এবং ‘আমার যা আছে’ উপন্যাস তাঁকে পরিচিতি দেয়। হিন্দি, ওড়িয়া এবং মারাঠি ভাষাতে অনূদিত হয়েছে তাঁর কিছু গল্প। উল্লেখযোগ্য গ্রন্থ : ‘ঝিলডাঙার কন্যা’, ‘চুপিচুপি বলছি’, ‘একটু পরে রোদ উঠবে’, ‘মেঘমল্লারে হত্যার গান’, ‘এক যে ছিল সাগর’, ‘আশ্চর্য পুকুর’। তাঁর লেখা থেকে বেশ কয়েকটি চলচ্চিত্র, টেলিফিল্ম ও নাটক তৈরি হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য পরিচালক তরুণ মজুমদার পরিচালিত ‘চাঁদের বাড়ি’ এবং ‘চোরের বউ’ গল্প অবলম্বনে পরিচালক শেখর দাসের চলচ্চিত্র ‘নেকলেস’। সাহিত্যকৃতির জন্য পেয়েছেন বেশ কিছু পুরস্কার। তার মধ্যে রয়েছে বিভূতিভূষণ স্মৃতি পুরস্কার, শৈলজানন্দ স্মৃতি পুরস্কার, বাংলা আকাদেমির সুতপা রায়চৌধুরি পুরস্কার, প্রতিদিন সাহিত্য সম্মান, রামমোহন লাইব্রেরি সাহিত্য সম্মান, কলকাতা বইমেলা সম্মান।
আগের লেখা
পরের লেখা
Recover your password.
A password will be e-mailed to you.