বাংলা ভাষার বিশিষ্ট লেখকদের লেখা গল্পের পাঠ থাকছে এখানে। পাঠ করছেন প্রখ্যাত অভিনেতা ও বাচিক শিল্পীরা। তাঁদের মুখোমুখি বসে দেখুন ও শুনুন। এই সপ্তাহে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের গল্প “আমোদ”। পাঠ করেছেন সৌম্যদেব বসু।

Recover your password.
A password will be e-mailed to you.
বাংলা ভাষার বিশিষ্ট লেখকদের লেখা গল্পের পাঠ থাকছে এখানে। পাঠ করছেন প্রখ্যাত অভিনেতা ও বাচিক শিল্পীরা। তাঁদের মুখোমুখি বসে দেখুন ও শুনুন। এই সপ্তাহে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের গল্প “আমোদ”। পাঠ করেছেন সৌম্যদেব বসু।
সুকান্ত গঙ্গোপাধ্যায়ের জন্ম হুগলির উত্তরপাড়ায়। সেখানেই স্কুল-কলেজের পাঠ। এ ছাড়াও ফটোগ্রাফি নিয়ে পড়াশোনা করেছেন। বর্তমানে একটি ফটোপ্রিন্টিং সংস্থার কারিগরি বিভাগের প্রধান। ছাত্রজীবনে লেখালিখির শুরু। নিয়মিত লিখে চলেছেন বিভিন্ন পত্রপত্রিকায়। শ্রেষ্ঠ উপন্যাস রচনার জন্য পেয়েছেন আনন্দ-স্নোসেম শারদ অর্ঘ্য, শ্রেষ্ঠ উপন্যাস, ছোটগল্প রচনার জন্য পেয়েছেন আনন্দ-ন্যাশনাল ইনসিওরেন্স শারদ অর্ঘ্য এবং শ্রেষ্ঠ ছোটগল্প রচনার জন্য পেয়েছেন ডেটল-আনন্দবাজার শারদ অর্ঘ্য পুরস্কার। এ ছাড়াও পেয়েছেন গল্পমেলা পুরস্কার, বাংলা আকাদেমি থেকে সুতপা রায়চৌধুরী স্মারক পুরস্কার, শৈলজানন্দ জন্মশতবর্ষ স্মারক পুরস্কার প্রভৃতি।
আগের লেখা
পরের লেখা
Recover your password.
A password will be e-mailed to you.