দ্য ওয়াল সাহিত্য পত্রিকা “সুখপাঠ “-এর গল্পপাঠ।
এখানে বাংলা ভাষার বিশিষ্ট লেখকদের লেখা গল্প আপনারা শুনবেন বাংলার প্রখ্যাত অভিনেতা ও বাচিক শিল্পীদের কণ্ঠে।
শুনুন
সৈয়দ মুস্তাফা সিরাজ-এর গল্প “আমি ও বিপাশা”
গল্প পাঠ করেছেন জগন্নাথ বসু।

Recover your password.
A password will be e-mailed to you.
দ্য ওয়াল সাহিত্য পত্রিকা “সুখপাঠ “-এর গল্পপাঠ।
এখানে বাংলা ভাষার বিশিষ্ট লেখকদের লেখা গল্প আপনারা শুনবেন বাংলার প্রখ্যাত অভিনেতা ও বাচিক শিল্পীদের কণ্ঠে।
শুনুন
সৈয়দ মুস্তাফা সিরাজ-এর গল্প “আমি ও বিপাশা”
গল্প পাঠ করেছেন জগন্নাথ বসু।
সৈয়দ মুস্তাফা সিরাজের জন্ম ১৪ অক্টোবর ১৯৩০ মুর্শিদাবাদের খোশবাসপুর গ্রামে। মাত্র ৯ বছর বয়সে মাতৃহারা হন। বাবার সঙ্গে বর্ধমানের নবগ্রাম-জোঁগ্রাম স্টেশনের কাছে থাকাকালীন ময়না গ্রামের গোপালপুর মুক্তকেশী বিদ্যালয়ে পড়াশুনা করেন। বহরমপুর কৃষ্ণনাথ কলেজ থেকে স্নাতক হন। বর্ণময় জীবন এই সাহিত্যিকের। কিছুদিন মেদিনীপুরের পানিপারুলে সিভিল সাপ্লাই ডিপার্টমেন্টে চাকরি করেছেন। পরে কলকাতায় ইত্তেফাক পত্রিকায় সহসম্পাদক হন। কলকাতায় থাকাকালীন লিখতে শুরু করেন। প্রথম জীবনে লিখেছেন কবিতা। লিখেছেন প্রচুর প্রবন্ধও। বহুমুখী সাহিত্য প্রতিভার অধিকারী সিরাজ যুক্ত হন ভারতীয় গণনাট্য সংঘে। সংঘের নির্দেশে মুর্শিদাবাদে ফিরে আলকাপ লোকনাট্যে দলে যোগ দিয়ে কয়েক বছর ধরে চষে ফেলেন গোটা বাংলা। নামী কাগজের পাশাপাশি অনামী কাগজেও লিখেছেন সমানতালে। সংবাদপত্রে চাকরিও করেছেন। উপন্যাস, ছোটগল্প, রহস্যকাহিনি ইত্যাদি মিলিয়ে তাঁর বইয়ের সংখ্যা প্রায় আড়াইশো। তাঁর অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ‘অলীক মানুষ’। ‘তৃণভূমি’, ‘মায়ামৃদঙ্গ’, ‘নিলয় না জানি’, ‘জানমারি’, ‘জনপদ জনপথ’, ‘স্বর্ণচাঁপার উপাখ্যান’, ‘রেশমির আত্মচরিত’, ‘তখন কুয়াশা ছিল’, ‘কিংবদন্তীর নায়ক’, ‘বন্যা’, ‘নিশিমৃগয়া’, ‘নিষিদ্ধ প্রান্তর’, ‘প্রেম ঘৃণা দাহ’, ‘কামনার সুখ-দুঃখ’, ‘আসমানতারা’, ‘সীমান্ত বাঘিনী’, ‘কৃষ্ণা বাড়ি ফেরেনি’, ‘হেমন্তের বর্ণমালা’, ‘বসন্ততৃষ্ণা’, ‘নিষিদ্ধ অরণ্য’, ‘নটী নয়নতারা’, ‘প্রেমের নিষাদ’, ‘হিজলকন্যা’ প্রভৃতি তাঁর উল্লেখযোগ্য উপন্যাস। ব্যতিক্রমী ধারার অনেক ছোটগল্প ও উপন্যাসের জন্য তিনি বাংলা সাহিত্যে বিশিষ্ট স্থানের অধিকারী। তাঁর আত্মকথার নাম ‘নির্বাসিত বৃক্ষে ফুটে আছে’। পেয়েছেন বিভিন্ন বিখ্যাত পুরস্কার, সাম্মানিক ডি-লিট। ২০১২ সালের ৪ সেপ্টেম্বর কলকাতায় প্রয়াত হন তিনি।
আগের লেখা
পরের লেখা
Recover your password.
A password will be e-mailed to you.
অনেকদিন পড়া বাদ পরেছে। শুনে ভালো লাগলো। দারুন!
সাহিত্য শোনার যুগ শুরু হোক।
ধন্যবাদ সুখপাঠ।