নেই
কী জানি কীসের রোদ কার দরবারে এসে পড়ে
কার ঘন জ্যোৎস্নায় আবছায় নাচে হাহাকার
যেদিকে বনের গান-- এলোমেলো, নিরাকার বায়ু
তারও কি তেমন কেউ একেবারে আপনার নেই?
২
নিয়ে যাও। মিঠে পথ। কুয়াশার বাঁকে তালসারি
ঝিরিঝিরি উড়ে আসে গতজন্মের ধুলোবালি
হাতে আছে। নেই। যাক, বিশীর্ণ নদীর যাপন
কুড়িয়ে কুড়িয়ে দেখি নিজেদের দিন চলে যায়
৩
মুচড়ে মুচড়ে ওঠে। শুধু অবলার মতো ভিজি।
নিয়ে গেছে, ফেলে গেছে, আধখাওয়া পেয়ারার বীজ
যেখানে যেখানে পুঁতি, জমকালো গাছ হয়ে যায়
শান্ত, শীতল ছায়া, আসমানি নীল, তুলো মেঘ
৪
নেই কী জানি কীসের রোদ কার দরবারে এসে পড়ে কার ঘন জ্যোৎস্নায় আবছায় নাচে হাহাকার যেদিকে বনের গান-- এলোমেলো, নিরাকার বায়ু তারও কি তেমন কেউ একেবারে আপনার নেই? ২ নিয়ে যাও। মিঠে পথ। কুয়াশার বাঁকে তালসারি ঝিরিঝিরি উড়ে আসে গতজন্মের ধুলোবালি হাতে আছে। নেই। যাক, বিশীর্ণ নদীর যাপন কুড়িয়ে কুড়িয়ে দেখি নিজেদের দিন চলে যায় [...]
আপনি যদি ইতিমধ্যে সুখপাঠের গ্রাহক হয়ে থাকেন, তাহলে লগ ইন করুন।
আপনি যদি "সুখপাঠ " -এর গ্রাহক না হয়ে থাকেন তা হলে আপনার পছন্দ অনুযায়ী এক মাস বা এক বছরের জন্য এখনই গ্রাহক হয়ে যান।
One Year Instant Access
Payment by Visa/Master Credit cardsa
Payment by Visa/Master Credit cardsa
$20/year*
Introductory Price
*Inclusive of GST