বিদ্যাসাগরের যুক্তিবাদী আলেখ্য
আজ বেঁচে থাকলে তিনি হতাশ হয়ে দেখতেন, আমরা তাঁর এইসব কথার তাৎপর্য কিছুমাত্র বুঝতে পারিনি। কেননা, আমাদের বিদ্যাসাগর পাঠে বড়রকম গলদ থেকে গেছে। তা রয়ে গেছে অসম্পূর্ণ।
আরও পড়ুন
ধারা বহমান
এই বছর আন্তর্জাতিক কলকাতা বইমেলার সময় চলে গেল। সাহিত্যের সঙ্গে যাঁরা যুক্ত অর্থাৎ লেখক, পাঠক, তাঁদের অনেকেই দুঃখ পেয়েছেন। আশাহত হয়েছেন বই ব্যবসার সঙ্গে যুক্ত প্রকাশক, মুদ্রক, বাঁধাইকর্মী, বই বিক্রেতা এবং আরও অনেকেই। স্বাভাবিক। কলেজ স্ট্রিটে সারাবছরই বইয়ের ব্যবসা হয়। স্কুল-কলেজের বইয়ের যেমন হয় তেমনই অন্য বইয়েরও যে হয় তা বলার অপেক্ষা রাখে না।